Welcome to the
Demra Ideal College
ডেমরা আইডিয়াল কলেজ
Demra Ideal College
ডেমরা আইডিয়াল কলেজ
Demra Ideal College
ডেমরা আইডিয়াল কলেজ
ডেমরা আইডিয়াল কলেজ
শিক্ষা মানুষের অন্যতম নাগরিক অধিকার, যা সংবিধানে গণমুখী, সার্বজনীন, সুপরিকল্পিত, বিজ্ঞানমনস্ক ও মানসম্মত পদ্ধতিতে প্রদানের নির্দেশনা রয়েছে। শিক্ষাকে বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর লক্ষ্যে সাম্প্রতিক সৃজনশীল পদ্ধতির পাশাপাশি রয়েছে তথ্যপ্রযুক্তি। সরকারী বেসরকারী নানা উদ্যোগের ফলে শিক্ষা সম্প্রসারনের কিছু চর্চা থাকলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। উপরন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচন্ড আগ্রহের ফলে তৈরী হয়েছে শিক্ষা বানিজ্যের অবারিত সুযোগ। যার কষাঘাতে জর্জরিত আমাদের অভিভাবক ও শিক্ষার্থী সমাজ। শিক্ষাবানিজ্যের এই বিষবাষ্প থেকে জাতিকে মুক্ত করে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি নৈতিকতা সম্পন্ন, দক্ষ, যোগ্য, আত্মবিশ্বাসী এবং দেশপ্রেমিক নাগরিক তৈরীর অঙ্গীকার নিয়ে ডেমরা আইডিয়াল কলেজের পথচলা।
অধ্যক্ষের বাণী
দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও পঠন-পাঠন পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। প্রযুক্তি এবং জীবনধর্মী শিক্ষা এখন এ ব্যবস্থার মূল প্রতিপাদ্য। সেই আলোকে পাঠদানের নান্দনিক কলাকৌশল ও বাস্তবধর্মী নিত্য নতুন অনুষঙ্গ শিক্ষার সাথে যুক্ত করতে হবে। অপরদিকে শুধু ফলাফল নির্ভরতা নয় মৌলিক জ্ঞানের প্রতিও নজর দিতে হবে সমানভাবে। তাহলেই শিক্ষার পূর্ণাঙ্গ অগ্রগতি সাধিত হবে কল্যাণকরভাবে।
সেই পথ ধরেই যাত্রাশুরু করেছে ডেমরা আইডিয়াল কলেজ। শিক্ষার্থীর মেধা ও মননশীলতা বিকাশে নতুন ধারা Fast Track Care Service (FTCS) আমাদের বিশেষ আয়োজন। এর মাধ্যমে মেধাবীদের মেধার উৎকর্ষ সাধন ও পিছিয়ে পড়াদের এগিয়ে নেয়া আমাদের অন্যতম স্বাতন্ত্র্য। তথ্য-প্রযুক্তি, বিজ্ঞান ও কম্পিউটার প্রশিক্ষণসহ উচ্চ শিক্ষার বিভিন্ন পর্যায় এবং বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী ও অন্যান্য ক্যাডার সমূহে উত্তীর্ণের যোগ্যতা অর্জন করার মত প্রয়োজনীয় গাইডলাইন দেয়ার পাশাপাশি আমাদের রয়েছে নৈতিক শিক্ষার অপূর্ব সমন্বয়।
শিক্ষার্থীদের সামগ্রিক নিরাপত্তার কথা বিবেচনা করে অভিভাবকদের মূল চাহিদাকে অগ্রাধিকার দিয়ে আমাদের পাঠদানে ছাত্র-ছাত্রীদের জন্য করা হয়েছে সম্পূর্ণ পৃথক ব্যবস্থা। প্রাতিষ্ঠানিক বিভিন্ন ব্যবস্থাপনা, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও স্টাফদের উপস্থিতি, অনুপস্থিতি, পরীক্ষার ফলাফলসহ বিভিন্ন তথ্য প্রদানে আমাদের রয়েছে মেসেজিং ব্যবস্থা।
দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী, অভিজ্ঞতা সম্পন্ন ও শিক্ষা পেশায় অবদান রাখায় আত্মপ্রত্যয়ী নিষ্ঠাবান ও পরিশ্রমী শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান। সুনির্দিষ্ট একাডেমিক প্লান, বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ও প্রাতিষ্ঠানিক সুনিবিড় ব্যবস্থাপনা এবং সম্মানিত অভিভাবকদের সাথে সু-সমন্বয় এর ফলে এখানকার শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নিয়ম শৃঙ্খলার প্রতিও নিষ্ঠাবান হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। তাই নিজেকে এগিয়ে রাখতে একাদশ শ্রেনিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ ডেমরা আইডিয়াল কলেজকেই বেছে নেবেন বলে আমরা আশা করি।

লে. কর্নেল (অব.) ড. ইঞ্জিনিয়ার মো: আনোয়ার হোসেন এমএসসি ইঞ্জিনিয়ারিং, সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি
২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে বিজ্ঞান, ব্যাবসায় শিক্ষা ও মানবিক শাখায় ভর্তি চলছে।
Bangla TV Game Show: E আর Key Street Campus: Demra Ideal College