Welcome to The Demra Ideal College
About Us
শিক্ষা মানুষের অন্যতম নাগরিক অধিকার, যা সংবিধানে গণমুখী, সার্বজনীন, সুপরিকল্পিত, বিজ্ঞানমনস্ক ও মানসম্মত পদ্ধতিতে প্রদানের নির্দেশনা রয়েছে। শিক্ষাকে বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর লক্ষ্যে সাম্প্রতিক সৃজনশীল পদ্ধতির পাশাপাশি রয়েছে তথ্যপ্রযুক্তি। সরকারী বেসরকারী নানা উদ্যোগের ফলে শিক্ষা সম্প্রসারনের কিছু চর্চা থাকলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। উপরন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচন্ড আগ্রহের ফলে তৈরী হয়েছে শিক্ষা বানিজ্যের অবারিত সুযোগ। যার কষাঘাতে জর্জরিত আমাদের অভিভাবক ও শিক্ষার্থী সমাজ। শিক্ষাবানিজ্যের এই বিষবাষ্প থেকে জাতিকে মুক্ত করে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি নৈতিকতা সম্পন্ন, দক্ষ, যোগ্য, আত্মবিশ্বাসী এবং দেশপ্রেমিক নাগরিক তৈরীর অঙ্গীকার নিয়ে ডেমরা আইডিয়াল কলেজের পথচলা।
একটি প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য যত সুন্দরই হোকনা কেন তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যোগ্য দক্ষ প্রিন্সিপাল এবং মেধাবী শিক্ষক ম-লী ছাড়া ঐ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। সে কারনে এখানে দেশের সবচাইতে পেশাদার প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বিশিষ্ট্য গবেবষক ও শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) ড. ইঞ্জি. মো: আনোয়ার হোসেন এর নেতৃত্বে একঝাঁক মেধাবী শিক্ষক দ্বারা পাঠদানের সুব্যবস্থা রয়েছে।
সুন্দর লোকেশন ও সুপরিসর ক্যাম্পাসে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত কম্পিউটার ও সাইন্সল্যাব। দূরের শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসন ব্যবস্থা। সর্বোপরি সম্পূর্ণ রাজনীতি ও ধুমপানমুক্ত পরিচ্ছন্ন ক্যাম্পাস ডেমরা আইডিয়াল কলেজের অনন্য আয়োজন। তাই শিক্ষার্থীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে যোগ্যতা, দক্ষতা ও আন্তরিকতাপূর্ণ প্রচেষ্টার ফলে যথাযথ শিক্ষাসেবা পাওয়া সম্ভব-ইনশাআল্লাহ। যা বিগত তিন ব্যাচের রেজাল্টে কিছুটা প্রতিফলিত হয়েছে। সামনের দিনগুলোতে সম্মানীত এলাকাবাসী, সচেতন অভিভাবক সমাজসহ সকলের সহযোগীতায় ডেমরা আইডিয়াল কলেজ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।






Previous
Next