নোটিশঃ
Demra Ideal College
Demra Ideal College
Loading Events
  • This event has passed.

ডেমরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অবগতির জন্য অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের মেধা, মননকে পরিচর্যার মধ্য দিয়ে আরও বেশি শাণিত ও বিকশিত করতে এবং কলেজের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে আগামী ৩১-০৮-২৪ ইং রোজ শনিবার আনুষ্ঠানিকভাবে “ডেমরা আইডিয়াল কলেজ ডিবেটিং ক্লাব এবং ডেমরা আইডিয়াল কলেজ আবৃত্তি সংসদ” এর যাত্রা শুরু হবে। যা শিক্ষার্থীদের বাচনিক উৎকর্ষতা সাধনে কাজ করবে। এ উপলক্ষ্যে যারা ইতোমধ্যে সদস্য হয়েছে, তাদের এবং কলেজের নবীন আগ্রহী শিক্ষার্থীদের অনুষ্ঠানে থাকতে অনুরোধ করা হচ্ছে।

✔ নতুন সদস্য হওয়ার জন্য যা যা জমা দিতে হবে –
👉 ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
👉 নিবন্ধন ফি বাবদ প্রতিটি বিভাগে ২০০৳।

Details

Date:
August 31, 2024
Time:
9:00 am - 11:30 pm