দেশ ও জাতি গঠনে চাই আলোকিত মানুষ। আলোকিত মানুষেরাই পরিপূর্ণ মানুষ। এরাই পারে ব্যক্তি ও সমাজ জীবনে বড় ধরনের ভূমিকা রাখতে। পারে দেশ ও জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে। এই ‘আলোকিত মানুষ’ গঠনের একমাত্র হাতিয়ার হল শিক্ষা। যথার্থ শিক্ষা প্রদান আর ব্যক্তি মানসের সুষ্ঠ বিকাশ সাধনের ক্ষেত্রে শিক্ষক আর শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। ছাত্র-ছাত্রীদের যথার্থ শিক্ষায় শিক্ষিত করে উন্নত ক্যারিয়ার গঠনের পাশাপাশি মন ও মননের উন্নতি ও বিকাশ সাধন করার মধ্য দিয়ে ‘আলোকিত মানুষ’ গঠনের এক সুমহান লক্ষ্যকে সামনে রেখে অ্যাসেড ২০০২ শিক্ষাবর্ষ থেকে শুরু করেছে স্কুলিং কার্যক্রম।
এজন্য অ্যাসেড নিশ্চিত করেছে মনোরম ও নিরিবিলি পরিবেশ। মনোনীত করেছে যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত পাঠ্যসূচি, সমাবেশ ঘটিয়েছে একদল দক্ষ ও উদ্যমী শিক্ষক-শিক্ষিকার। সুন্দর পরিবেশ, বিজ্ঞানসম্মত পাঠ্যসূচি আর শিক্ষক-শিক্ষিকাদের গভীর আন্তরিকতার সমন্বয়ে অ্যাসেড তার লক্ষ্য অর্জনে সফল হবে ইনশাআল্লাহ।
Take a tour in ACED School and you will find the best school in the region. The video will take you to every places in this school.
We don’t just give students an education and experiences that set them up for success in a career. We help them succeed in their career—to discover a field they’re passionate about and dare to lead it.